রামাদানুল কারীমে ক্লাস সংক্রান্ত নোটিশ

আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে মাহে রামাদান আসন্ন। কুরআনুল কারীম নাযিলের এই মাসে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সহিহ কুরআন শিক্ষা, আরবি ও ইংরেজি ভাষার যথাযথ ধ্বনিবিদ্যা (Phonetics) ও কথোপকথনে (Spoken) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসিডি; আগামী ৩ মার্চ, সোমবার (২ রামাদান) থেকে ২০ মার্চ-২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত (সকাল ১০টা থেকে দুপুর ১২:২০টা) নিয়মিত একাডেমিক ক্লাস পরিচালনা করবে, ইনশা-আল্লাহ। নিচে এতদসংক্রান্ত রুটিন প্রদত্ত হলো:

Recommended Posts