Admission Procedure
ACD Admission Procedure 2023 - 2024
- এ প্রতিষ্ঠানের সকল পর্যায়েই ভর্তির বিষয়টি শূন্যতা সাপেক্ষে বিবেচিত হবে। ১ অক্টবর ২০২৩ থেকে ফরম সরবরাহ করা হবে।
- ১ অক্টবর ২০২৩ থেকে ফরম সরবরাহ করা হবে।
- ফরম সংগ্রকারীদের পরবর্তীতে এসেসমেন্ট টেস্টার দিন ও সময় জানিয়ে দেওয়া হবে।
- ১৮ ও ১৯ নভেম্বর ২০২৩ নতুনবর্ষে ভর্তি ইস্যুক শিক্ষার্থীদের মৈখিক / লিখিত আসসেসমেন্ট টেস্ট নেওয়া হবে।
- উক্ত এসেসমেন্ট টেস্টের ফলাফল ২৫ নভেম্বর ২০২৩ তারিখে জানিয়ে দেওয়া হবে ইন-শা-আল্লাহ।
- কেবল বিশেষ ব্যতিক্রমী ক্ষেত্রে, আসনের শূন্যতা সাপেক্ষে বসরের অন্যান্য সময়ে ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে।