Academic Council
Academic Council
সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসাবেই ACD’ র আত্মপ্রকাশ। ছয় সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটির পূর্ণ আর্থিক ও ব্যবস্থাপনার অধীনে ACD পরিচালিত হবে। যার আজীবন চেয়ারম্যান থাকবেন জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক। অন্য সদস্যরা হলেন, মিজানুর রহমান ছিদ্দিকী, জাহাঙ্গীর কবির খান, ইমতিয়াজ শাকিল ছিদ্দিকী, ইশতিয়াক জামিল ছিদ্দিকী ও ইত্তেমাদ তানজিল ছিদ্দিকী। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ও একচ্ছত্র সিধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে উপদেষ্টা পরিষদের উপর।
প্রতিষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে পরিচালনার জন্য একটা দশ সদস্য বিশিষ্ট অবৈতনিক পরিচালনা পর্ষদ নিরঙ্কুশভাবে কাজ করে যাবে, যার বাৎসরিক স্থিতির মেয়াদ হবে প্রতি দুই বৎসর। তবে সাংগঠনিক ভাবে তারা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ থাকবে। আরেকটি ছয় সদস্য বিশিষ্ট একাডেমি কাউন্সিল কার্যকর থাকবে।
বিশেষ করে:
- ১) পাঠ্যপুস্তুক নির্বাচনে
- ২) পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণে
- ৩) শ্রেণী শিক্ষক/ শিক্ষিকা নিয়োগে
- ৪) সার্বিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকিতে