বার্ষিক পরীক্ষার নোটিশ-২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ছাত্র-ছাত্রী, উস্তায/উস্তাযাহ, কর্মকর্তা/কর্মচারী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ ডিসেম্বর, সোমবার হতে এসিডির ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে, ইনশা-আল্লাহ। বার্ষিক পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত টাকা) ।

সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনায় বার্ষিক পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবককে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি (যদি থাকে) আগামী ১৫ নভেম্বর-২০২৫, শনিবারের মধ্যে পরিশোধপূর্বক এসিডি অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হলো।

  • মোহাম্মাদ রেজাউল করিম
    ভাইস প্রিন্সিপাল, এসিডি

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ভর্তি ফরম

আসসালামুআলাইকুম,

এসিডি ২০২৬ শিক্ষাবর্ষের “ভর্তি ফরম” আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অফিস থেকে সরাসরি বা অনলাইনে সংগ্রহ ও জমা দেওয়া যাবে, ইন-শা-আল্লাহ।

১। নিচের দেওয়া Google Form লিংকে ক্লিক করুন। তারপর Google Account এ Sign in করুন।

২। আপনার তথ্য সঠিকভাবে দিন।

৩। জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে দেখে নিন যেন কোনো ভুল না থাকে।

৪। সবশেষে “Submit” বোতামে ক্লিক করুন। সফলভাবে জমা হলে আপনি “Form submitted successfully” বার্তা পাবেন।

৫। প্রয়োজনে ফর্ম জমা দেওয়ার পর ইমেইল বা স্ক্রিনশট সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।

অনলাইন ফরম সংগ্রহ ও জমাদান পদ্ধতি:

প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

Parenting conference 2025

আলহামদুলিল্লাহ, গত ২৫ অক্টোবর ২০২৫ এসিডি মিলনায়তনে প্রি প্রাইমারি (প্লে, নার্সারি, কেজি) এর অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহতারাম জাকির হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিদ্দিকী।

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত উস্তাদ/উস্তাযাহ ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী ছুটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী ১ ও ২ অক্টোবর, বুধ ও বৃহস্পতিবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, তবে শনিবার, হিফযুল কুরআন বিভাগের রিভিশন ক্লাস যথারীতি চলবে।

আগামী ০৫ অক্টোবর, ২০২৫ রোজ রবিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ।
মো. তওফিকুর রহমান
সুপারিনটেনডেন্ট

গণিত অলিম্পিয়াড – ২০২৫

السـلام عليكم و رحمة الله وبركاته

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাইমারি সেকশনের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর, ২০২৫ ইং, বৃহস্পতিবার গণিত অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ এর জন্য প্রস্তুতি সহায়ক হিসেবে উপরিউক্ত ফাইলে শ্রেণিভিত্তিক সিলেবাস ও নমুনা প্রশ্ন দেয়া হয়েছে। উক্ত সিলেবাস অনুসারে সকলে প্রস্তুতি নিবেন ইনশাআল্লাহ।

প্রতিযোগিতার সময়সূচি

📅 তারিখ:

বাছাই পর্ব: ১৫ অক্টোবর, ২০২৫ ইং
মূল প্রতিযোগিতা: ১৬ অক্টোবর, ২০২৫ ইং

⏰ সময়:
বালিকা শাখা: সকাল ৯:৩০টা
বালক শাখা: সকাল ১১:৩০টা


📍 স্থান: এসিডি মিলনায়তন

[জ্ঞাতব্য: মূল প্রতিযোগিতার দিন রিমেডি ক্লাস বন্ধ থাকবে। তবে অন্যান্য সকল শ্রেণী কার্যক্রম যথারীতি চলবে। তাই সকল শিক্ষার্থীকে ক্লাস রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস টাইমে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে।]

প্রভাতী শাখার কো-অর্ডিনেটর মনোনয়ন প্রসংগ।

এসিডি-র সকল ছাত্র/ছাত্রী, উস্তায ওাযাহ ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রি-প্রাইমারি ও বালিকা শাখার জন্য উস্তাযাহ যুথি আক্তার পান্নাকে ২০২৫ সালের বাকী মেয়াদে কো-অর্ডিনেটর হিসাবে মনোনীত করা হলো। তিনি বর্ণিত শ্রেণিসমূহের শিক্ষকদের কর্মকাণ্ডের সমন্বয় সাধন, শ্রেণি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সাপ্তাহিক ও মাসিক পাঠ- পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তদারকীকরণ, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ, অভিভাবকদের সার্বিক মতামত শ্রবণ ও নিষ্পত্তিকরণ জন্য দায়িত্বশীল থাকবেন। এ জন্য তিনি নির্ধারিত হারে মাসিক সম্মানী পাবেন।

আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রাইমারি ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আসমাউল হুসনা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

ভ্যান চালক পরিবর্তন সম্পর্কিত নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর স্কুল ভ্যান ব্যবহারকারী ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে ড্যানের পূর্বতন ড্রাইভারের স্থলে নূতন আরেকজন ড্রাইভারকে নিয়োগ দেয়া হয়েছে। নাম-নূরে আলম। ফোন-০১৭৯৫-২৫৯৫৭০। এছাড়া আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে, ইতোমধ্যে আরো একজন সম্মানিত সদস্য এসিডির জন্য একটি ভ্যান উপহার হিসাবে দান করেছেন। ফলে এখন ভ্যানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্যাও অনেকাংশে লাঘব হবে। একইসাথে আরো একজন গাড়ীচালকের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট গাড়ীচালকের নম্বর সকলকে নোট রাখার জন্য অনুরোধ করা হলো।

ACD Spelling Competition-2025 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) সহপাঠ-কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর শব্দগঠন, সঠিক বানানসহ শব্দভান্ডার অনুশীলনের মাধ্যমে ইংরেজি পাঠ উন্নয়নের (Reading Development) লক্ষ্যে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অদ্য ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২টায় এসিডি মিলনায়তনে ‘Spelling Competition-2025’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বালিকা শাখা ও বালক শাখার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি ছিলেন এসিডির কার্যকরী কমিটি সদস‍্য মোঃ গিয়াস উদ্দিন খান।

বানান প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরণী

ছুটির নোটিশ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, মংগলবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ০৬ আগষ্ট, ২০২৫ রোজ বুধবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।