বকেয়া পাওনা পরিশোধ, বাধ্যতামূলকভাবে স্কুল ড্রেস পরিধান ও আইডি কার্ড ব্যবহার প্রসংগ।

ইনশাআল্লাহ, আগামী ১৩/৪/২০২৫ তারিখ থেকে এসিডির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খোলার দিন হতে স্কুলের সকল শিশুকে আইডি কার্ড ও স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে, অন্যথায় স্কুলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। এছাড়া বারংবার নোটিশ করার পরও কিছু সংখ্যক অভিভাবকদের তরফ থেকে অদ্যাবধি বকেয়া বেতন/ফিস পরিশোধ করেননি। এ ব্যাপারে সম্মানিত অভিভাবকদের আগামী ১০/০৪/২০২৫ তারিখ, বৃহস্পতিবারে বর্ণিত পাওনাদি দ্রুত হিসাবশাখায় পরিশোধের জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করা হলো।

ছাত্র/ছাত্রীদের আইডি কার্ডের জন্য ছবি প্রদান

এসিডি-র সম্মানিত অভিভাবক/অভিভাবিকাগণের সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, ছাত্র/ছাত্রীদের প্রাতিষ্ঠানিক আইডি কার্ড তৈরীর জন্য জরুরী ভিত্তিতে রঙিন ছবি প্রয়োজন। আগামী ০২/০২/২০২৫ তারিখ, রবিবারের মধ্যে পাসপোর্ট সাইজের ১ (এক) কপি রঙিন ছবি প্রশাসন শাখায় জমা দেয়ার জন্য সবিশেষ অনুরোধ করছি।