বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত, আলহামদুলিল্লাহ।

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) র উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি-২০২৫, রবিবার সকাল ৭টায় আফতাব নগর হাউজিং এর এন-ব্লক, সেক্টর-৩, রোড-এভিনিউ ১৩ এ অবস্থিত আধুনিক প্লে গ্রাউন্ড “Tackle Ground” এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রিয় ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও এসিডির অফিস সদস্যগণের সরব উপস্থিতিতে উন্মুক্ত প্রান্তরে এসিডি-র প্রথম ক্রীড়া ও শিক্ষা সফর অনুষ্ঠিত হলো। শহরের জমাট পরিবেশের বাইরে মহান রবের বিস্তীর্ণ যমিনে শিশুরা যেন প্রাণ ফিরে পেয়েছিল। অফুরন্ত আনন্দে শিশুরা পুরা দিনটা কাটিয়েছে এক ভিন্ন আমেজে, সুবহানাল্লাহ। কৃত্রিম টার্ফের উপর শিশুরা নিরাপদে আয়োজিত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছে। অভিভাবক, অভিভাবিকা, উস্তাদ, উস্তাজারাও পর্দার আবরণে নিজেদের ইভেন্টে অংশগ্রহণ করেছে। দিনের শুরুতে নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলের স্ন্যাক্স আয়োজনে অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছেন। আফতাবনগরে মহান রবের মৌসুমি বাতাসের প্রবাহে সারাটা দিন বেশ কেটেছে। বিকেলে মহিলাদের নিয়ে আলাদা পরিবেশে দ্বীনি শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে মুহতারামা সিহিন্তা শরীফা আলোচনা পেশ করেন।

বিকেলের শেষ আয়োজন ছিল কৃতি শিক্ষার্থীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ। সম্মানিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ছিদ্দিকী, এক্সিকিউটিভ কমিটির কনভেনর জনাব মোহাম্মদ নাইম, ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ রেজাউল করিম ও সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুদের মাঝে এসিডি-র নাম বর্ণনা সম্বলিত ক্রেস্ট, মগ ও দ্বীনি পুস্তকাদি পুরস্কার হিসাবে প্রদান করেন।

আগামী বছরেও এ অনুষ্ঠানটি আরো অর্থবহ ও সুন্দর হবে, এ আকাঙ্ক্ষা নিয়ে দিনের আলো নেভার আগেই সবাই আবার ঘরমুখো হয়।