একাডেমির নির্ধারিত ইউনিফর্ম তৈরি সংক্রান্ত নোটিশ একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ এপ্রিল, ২০২৫ রোজ বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে টেইলর কর্তৃক সকাল ১১.০০ টা থেকে ছাত্র/ছাত্রীদের পোশাকের পরিমাপ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে ছাত্র/ছাত্রীদের (প্রয়োজনমাফিক) জুব্বা ও পায়জামা এবং ছাত্রীদের বোরকার মাপ দেয়ার জন্য সকল ছাত্র/ছাত্রীদের আবশ্যিকভাবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা যাচ্ছে।
ক) ছাত্রদের এক সেট ইউনিফর্ম (জুব্বা পায়জামা) সেলাই খরচসহ টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) এবং
খ) ছাত্রীদের এক সেট ইউনিফর্ম (বোরকা) সেলাই খরচসহ মূল্য টা. ১,৫০০/- (এক হাজার পাঁচশত) মাত্র ধার্য করা হয়েছে।
টেইলরের কাছে ছাত্র/ছাত্রীদের ইউনিফর্ম তৈরির মাপ দেয়ার সময় এসিডি-র হিসাব শাখায় নির্ধারিত টাকা জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় পরে আর কাউকে পোষাকছাড়া একাডেমিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
