১লা জুন (শনিবার), ২০২৪ – মত বিনিময় সভা

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি)- এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা বিশ্বাস করি যে, কোমলমতি সন্তানকে প্রকৃত মুসলিম ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের প্রচেষ্টার সমন্বয়ের কোন বিকল্প নাই। কারণ আপনার সন্তান এসিডি- তে ১৬% – ২০% সময় অবস্থান করে এবং বাকি পুরোটা সময় পরিবারের সদস্যদের সাথে অবস্থান করে। আপনার সন্তান কোথায়, কখন কি পড়ছে, কিভাবে পড়ছে অথবা কিভাবে পড়া উচিত সেই বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বয় সাধন একান্ত জরুরী।

এ উপলক্ষ্যে ব্যক্তিগতভাবে খোলামেলা আলাপ- আলোচনার জন্য আসন্ন ষান্মাসিক পরীক্ষাকে সামনে রেখে আগামী ১ জুন-২০২৪, শনিবা সকাল ৯টা থেকে শ্রেণিভিত্তিক অভিভাবক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি ও গঠনমূলক পরামর্শ শিক্ষার্থীর মানোন্নয়নে সহায়ক হবে এবং একাডেমির মানোন্নয়নকল্পে গৃহিতব্য পরিকল্পনা পরিমার্জনে ভূমিকা রাখবে, ইনশা-আল্লাহ ।

Recommended Posts