সম্মানিত অভিভাবকমণ্ডলী,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার সন্তানকে প্রকৃত মুসলিম ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বয়ের কোন বিকল্প নাই। কারণ আপনার সন্তান প্রতিষ্ঠানে ১৬%-২০% সময় অবস্থান করে এবং বাকি সময় পরিবারের সদস্যদের সাথে অবস্থান করে। আপনার সন্তান কিভাবে তার পাঠ প্রক্রিয়া সম্পন্ন করছে অথবা কিভাবে সম্পন্ন করা উচিত, সেই বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বয় সাধন একান্ত জরুরী। তাই, এতদসংক্রান্ত বিষয়সমূহ নিয়ে সন্তানের স্বার্থে খোলাখুলি আলাপ-আলোচনার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) এর উপদেষ্টা কমিটির পক্ষ থেকে এসিডি মিলনায়তনে আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শনিবার, নিম্নবর্ণিত সময়ে এক মতবিনিময় সভা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।
সময়সূচী (Timetable):
শ্রেণি সময় কেনা
গ্রেপ-১ সকাল ১০টা – ১১টা এসিডি মিলনায়তন
প্রেপ-২ সকাল ১১টা – ১২টা এসিডি মিলনায়তন
প্রথম-পঞ্চম সকাল ১২টা – ০১টা এসিডি মিলনায়তন
উক্ত সভায় আপনার যথাসময়ে উপস্থিতি আপনার সন্তানের শিক্ষার মানোন্নয়ন ও পথচলাকে আরো বেগবান হবে, ইনশা-আল্লাহ।
মায়াসসালামাহ
মোঃ রেজাউল করিম
ভাইস-প্রিন্সিপাল, এসিডি