ইসলামি কুইজ প্রতিযোগিতা – ২০২৪
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রি-প্রাইমারি বা প্রেপ-১ ও প্রেপ-২ এর কোমলমতি শিশু শিক্ষার্থীদের আকিদাহ ও তাওহীদের প্রাথমিক জ্ঞানার্জনের জন্য মৌখিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা-২০২৪’’ গত ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির মাননীয় সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এসিডির সম্মানিত ভাইস-প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ রেজাউল করিম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক/অভিভাবিকা, উস্তায ও উস্তাযাহবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহতারাম সপারিনটেনডেন্ট তাঁর বক্তব্যে এসিডির কোমলমতি ছাত্র-ছাত্রীদের কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে জীবন গড়ার লক্ষ্যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়াদা’আলা সম্পর্কে পড়া ও জানার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির মাননীয় সুপারিনটেনডেন্ট, ভাইস-প্রিন্সিপাল ও উস্তায-উস্তাযাহবৃন্দ।