Skip to content

শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য আর্টস এন্ড ক্রাফটস বিজ্ঞান মেলা, ক্কিরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক ব্যায়াম, দেয়ালিকা, সেমিনার আলোচনা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হবে। ছাড়া প্রতি বছর শিক্ষাবিনোদন ভ্রমণ আয়োজন করা হবে এবং শিক্ষার্থীদেরকে বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের ব্যবস্থা করা হবে।

 

 

Loading Events

« All Events

  • This event has passed.

ইসলামি কুইজ প্রতিযোগিতা – ২০২৪

February 29

ইসলামি কুইজ প্রতিযোগিতা – ২০২৪

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রি-প্রাইমারি বা প্রেপ-১ ও প্রেপ-২ এর কোমলমতি শিশু শিক্ষার্থীদের আকিদাহ ও তাওহীদের প্রাথমিক জ্ঞানার্জনের জন্য মৌখিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা-২০২৪’’ গত ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির মাননীয় সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এসিডির সম্মানিত ভাইস-প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ রেজাউল করিম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক/অভিভাবিকা, উস্তায ও উস্তাযাহবৃন্দ উপস্থিত ছিলেন।

মুহতারাম সপারিনটেনডেন্ট তাঁর বক্তব্যে এসিডির কোমলমতি ছাত্র-ছাত্রীদের কুরআন ও সহিহ সুন্নাহের আলোকে জীবন গড়ার লক্ষ্যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়াদা’আলা সম্পর্কে পড়া ও জানার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির মাননীয় সুপারিনটেনডেন্ট, ভাইস-প্রিন্সিপাল ও উস্তায-উস্তাযাহবৃন্দ।

 

Details

Date:
February 29
Event Categories:
,
Event Tags:
,

Venue

ACD Banasree R/A
House 37, Road 6, Block B, Banasree R/A, Rampura
Dhaka, 1219 Bangladesh
+ Google Map
Phone
8801331065077
View Venue Website

Organizer

ACD Banasree