ACD policies and procedures
Extra-curricular Activities
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতির সার্বিক উন্নতির জন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমের আওতায় আর্টস এণ্ড ক্যাফটস, বিজ্ঞান মেলা, ক্বিরায়াত প্রতিযোগিতা, হিফজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক ব্যায়াম, দেয়ালিকা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হবে।
এছাড়াও বার্ষিক শিক্ষা সফর, গ্রুপ ভ্রমন, বিভিন্ন ধরনের সুস্থ্য বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। কোমলমতি শিক্ষার্থীরা যাতে সুস্থ্য বিনোদনের পাশাপাশি শিক্ষা ও ইসলামিক নৈতিকতা অর্জন করতে পারে সে জন্য তাদেরকে এ সব কার্যক্রমের উৎসাহ ও উদ্বুদ্ধ করা হবে।