Skip to content

Primary School-Based Assessment (SBA)

শিক্ষাথীদের সাবিক ‍উন্নতির জন্য আটস ও ক্রাফটস ও বিজ্ঞান মেলা, ক্বিরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাম পারীরিক ব্যায়াম, দেয়ালিকা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হবে। এছাড়া প্রতি বছর শিক্ষা-বিনোদন ভ্রমন আয়োজন করা হবে এবং শিক্ষাথীদেরকে বাস্তবভিত্তিক শিক্ষা অজনের ব্যবস্থা করা হবে। শিক্ষাথীরা বিনোদনের পাশাপাশি শিক্ষা অজনও যাতে অগ্রণী হয় সে জন্য তাদেরকে এসব কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে।