Skip to content

History ACD

আমাদের ইতিহাসের অতীত প্রতিস্থাপন হয়েছে ICD’ র ধ্যান ধারণা থেকে। আমরা ধারন করার চেষ্টা করি শিরক মুক্ত এক আল্লাহ্‌ তা’আলার ইবাদত করা এবং সেই ইবাদত করতে অনুসরণ করতে লেগে থাকতে চাই বিদআত বর্জিত রাসুল (সঃ) এর সুন্নাহ।

ইসলামের সোনালী অতীত তথা রাসুল (স.) এর প্রিয় সাথীগণ ও তাদের একনিষ্ট অনুসারিগণ যারা কুরআন ও সহিহ হাদিসের পথপরিক্রমায় ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে চলমান তথা সালফে সালেহীনদের পথ ও পদ্ধতি।

তাই আমাদের ইতিহাস হবে সালফে সালেহীনদের অনুকরণে। আনুগত্য হবে আল্লাহ ও তাঁর প্রেরিত রাসুলের দিক-নিদের্শনার আলোকে। এখানে খেদমতে দ্বীন ও আকাবীরে দ্বীনের তাক্বলিদ করার কোনো সুযোগ নেই।