আমরা জানি যে, কুরআনুল কারিম হিফজের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে নূরানি, নাজেরা ও হিফজ এই তিনটি স্তর অতিক্রম করতে হয়। এসিডি প্রত্যেক স্তর সফলভাবে সম্পন্ন করানোর পর সবক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এখানে দেশের খ্যাত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ও শাইখদের মাধ্যমে অরিয়েন্ট করানো হয় যাতে তারা ইন্সপেয়ার হয়ে পরবর্তী ধাপ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।