Skip to content

Hifzul Qur’an Hifz Competition

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) ব্যবস্থাপনা কমিটি শিক্ষাবর্ষে কমপক্ষে দদুইবার আন্ত:স্কুল আয়োজন করে থাকে।

Hifz Competition পরিচালনার জন্য দেশের খ্যাতনামা ক্বারী ও হাফেজগণ বিচারক হিসেবে উপস্থিত থেকে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন।

হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম তিন / পাঁচ জনকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।

Husni Saoot Competition


রাসুল (সা.) বলেন, “তোমরা সুন্দর স্বরে কুরআন মাজিদ পাঠ কর কেননা সুন্দর স্বর কুরআন মাজিদের সৌন্দর্য বাড়িয়ে দেয়”। তাই একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) ব্যবস্থাপনা কমিটি শিক্ষাবর্ষে কমপক্ষে দুইবার আন্ত:স্কুল Husne Saoot Competition আয়োজন করে থাকে।

Husne Saoot Competition পরিচালনার জন্য দেশের খ্যাতনামা ক্বারী ও হাফেজগণ বিচারক হিসেবে উপস্থিত থেকে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। হুসনে সওত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম তিন / পাঁচ জনকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।