একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) আগ্রহী ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা হিফজ করতে আগ্রহী তাদের জন্য প্রতিদিন ২.৩০ঘণ্টা নূরাণী ও নাজেরা পড়ানোর ব্যবস্থা রয়েছে।
এখানে যেকোন স্কুলের ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করতে পারবে। এখানে নূরানি ও নাজেরা পড়ানোর পাশাপাশি কুরআনের শব্দার্থ, হাদিস, মাসসূল দু’আ, ইসলামে ঈমান ও আকিদাহর প্রাথমিক জ্ঞানার্জনের ব্যবস্থা থাকবে।