কুরআন মাজিদ আল্লাহর বাণী। এই বাণী যারা হদয়ে ধারণ করবে তাই সুভাগ্যবান। আর এই কুরআনকে ধারণ করার অন্যতম প্রধান মাধ্যম হলো হিফজ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD) আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য একাডেমিক ক্লাসের পাশাপাশি হিফজুল কুরআন কর্মসূচি গ্রহন করেছে।
এখানে তারা প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির মধ্যে কুরআনুল কারিমের আম্মাপারাসহ নির্ধারিত অংশ হিফজ হতে পারবে, ইনশাআল্লাহ।