Skip to content

E-learning

একথা নি:সন্দেহে বলা যায় যে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনলাইন শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । বলা হয়ে থাকে “It is age of Science, Information and Technology”.

এ গতিধারায় একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর রয়েছে e- learning platform. সেখানে আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা খুব সহজে তাদের পাঠ প্রস্তুত এর ক্ষেত্রে সহযোগিতা পাবে। তবে এটা নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র পিতা-মাতার কাছে।