
Aims and Objectives
প্রত্যেকটা সন্তানের কাছে আমরা বদ্ধপরিকর ও দায়বদ্ধ তাদেরকে সঠিক দিক নির্দেশনা পৌঁছে দেয়ার। এই জ্ঞান বিতরণে আমরা যদি পিছলে পড়ি তবে তা হবে এক দুঃসহ দীর্ঘশ্বাস দুনিয়ার জীবনে এবং আখিরাতে।
ইসমাঈল (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল; আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল; সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান-সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন ব্যাক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল; সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখ, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
( সহীহ বুখারি ৬৬৫৩) সমাজবদ্ধতার কারনে আমরাও দায়বদ্ধ; তাই পরিত্রাণের নিয়তে দ্বীনি জ্ঞানকে বাধ্যতামূলক করে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিতরণের যেন আমরাও আর দশটা প্রতিষ্ঠানের মত মুনাফার পিছনে না দোড়াই, শিশুরা যেন একটা পরিপূর্ণ মানব হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, সে চেষ্টা ফলপ্রসূ করার মানসে আমরা বদ্ধপরিকর।