Skip to content

About ACD

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (ACD) পরিচিতির সাথে জড়িয়ে আছে ইন্সটিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (ICD) ইতিহাস। উৎসাহী হলে সার্ফ করতে পারেন “https://www.icdbd.org” সে ২০০৭ সনের কথা।

জনা কয়েক ব্যক্তি ঈমানকে সুদৃঢ় অবস্থানে রাখার মানসে প্রতিষ্ঠানটি গঠন করেন, কেন্দ্রিক বিষয় ছিল আশেপাশের ভাই বন্ধুদেরকে নিয়ে একটি সুসংগঠিত সমাজ গঠন, যা সঠিক দ্বীনের উপর ও ন্যায় ভিত্তিক ব্যবস্থা তৈরি করা যেন কালেক্রমে পুরো দেশ যেন সঠিক ইসলামের ছায়া তলে আসে। সংগ্রাম এখনও নিরন্তর চলছে।

ACD তারই একটি ক্ষুদ্র প্রয়াস। বলা যায় আমরা ICD’র পঞ্চম স্থাপনা। পুরো বনশ্রী বাসিকে নিয়ে আমরাও একটা কমিউনিটি গড়ে তুলতে বদ্ধ পরিকর। আর তার সোপান তৈরি করতেই আমরা বেছে নিয়েছি আমাদের প্রজন্মকে একটা সঠিক দ্বীনি দিক নির্দেশনার অঙ্গনে একত্রিত করার সুযোগ্য ব্যবস্থা।